
রওনক ইসলাম | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | 113 বার পঠিত | প্রিন্ট
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি জানিয়েছেন,মানুষ আন্দোলন নয়,উন্নয়নের দিকে মনযোগ দিচ্ছেন।তিনি বলেন,আপনারা মানুষের স্বতস্ফূর্ততা দেখেছেন। মানুষের অংশগ্রহণ দেখেছেন।
আমার মনে হয় মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলো করবেন- সেদিকেই মনযোগ দিচ্ছেন। তারা(বিএনপি)আন্দোলনের কথা বলবেন।বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।’
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জামিনে কারামুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখলরুল ইসলাম আলমগীর জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকারের জন্য বিএনপির আন্দোলনের বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
ড.মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে মন্ত্রী বলেন,’ড.ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি যে- জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে মামলা করেছে। দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এগুলোতে সরকারের কোনো হাত নেই।’
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী শুক্রবার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মন্ত্রী।
Posted ৩:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম