
মো সাইফুল ইসলাম | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪ | 157 বার পঠিত | প্রিন্ট
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আখাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।
রবিবার রাতে আখাউড়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।রোববার রাত ৮টায় আখাউড়া থানায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আখাউড়া থানার নবনিযুক্ত ওসি মোহাম্মদ ছমিউদ্দিন আরো বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু আমি ফিরিয়ে আনতে চাই। পুলিশ জনগণের বন্ধু’ কথাটিকে আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, আমি আপনাদের সহযোগীতা চাই। আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন।
মতবিনিময় সভায় মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ আইনশৃঙ্খলা নিয়ে অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা। পরে সাংবাদিকদের অভিমত ও পরামর্শ শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন আখাউড়া থানার নবনিযুক্ত অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়া (দৈনিক সংবাদ), সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া (দৈনিক নয়াদিগন্ত ও এশিয়ান টিভি), সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু (দৈনিক কালের কন্ঠ), আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুটন চন্দ্র বনিক (নাগরিক টিভি ও খবরের কাগজ), আখাউড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও আখাউড়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম (বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ), আখাউড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সাগর (চ্যানেল এস), অর্থ সম্পাদক মো: আনিছুর রহমান প্রমুখ।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম