
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ জুন ২০২২ | 356 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত যাত্রাবিরতির সোয়া দুই ঘন্টা পর ছাড়লো মহানগর প্রভাতী ৭০৩।
আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি ৭০৩ ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে সন্ধ্যা সাতটায় প্রবেশ করার পর ট্রেনের পেছনের অংশে গার্ডের বগির জয়ন্টে যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হয়।
পরে বাংলাদেশ রেলওয়ে আখাউড়া জংশনের ক্যারেজ কর্মীদের চেষ্টাই মেরামতের সোয়া দুই ঘন্টা পর আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মহানগর গোধুলী ট্রেনটি।
বাংলাদেশ রেলওয়ে আখাউড়া জংশন ক্যারেজের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শামীম হোসেন জানান, মহানগর গোধুলী ট্রেনটি আখাউড়া জংশনে আসার পর গার্ডের বগীর কবলিং সেটের সেন্ট্রাল পিন জ্যাম হয়ে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়।মেরামতের পর ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।
Posted ৫:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম