
| সোমবার, ১২ অক্টোবর ২০২০ | 414 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন খোলাপাড়া এলাকা থেকে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে সোমবার (১২ অক্টোবর) ০৪.৩০ ঘটিকার সময় চুরি যাওয়া ০২ টি গরু সহ ৩ চোর কে আটক করা হয়েছে । গরু চোর চক্রের ০৩ সদস্য হলেন, অত্র জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র মোঃ নোয়াব মিয়া (৬২), মৃত আব্দু মিয়ার পুত্র মোঃ ইকবাল হোসেন (৪৪), মৃত নুরুল ইসলামর ছেলে মোঃ মানসুর আলম (৩০),
গত ৯ তারিখে রাতের বেলা মোঃ শাহ আলম এর গোয়াল ঘর থেকে ০২ টি গরু চুরি হয়। মোঃ শাহ আলম তার চুরি যাওয়া গরু খুজতে থাকে। তার চুরি যাওয়া গরুর তথ্য পেয়ে খবর দেওয়ার জন্য আশেপাশের লোকজনকে অনুরোধ করে। আটককৃত নোয়াব মিয়া, ইকবাল, মানসুর এবং চোর চক্রের অন্যান্য সদস্যের যোগসাজোসে শাহ আলমের গরু চুরি করে নোয়াব মিয়ার বাড়ীতে লুকিয়ে রাখা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প আসামীদের গ্রেফতার করে এবং গরু ০২ টি উদ্ধার করে। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে নোয়াব মিয়া একজন মুরগী ব্যবসায়ী এবং গরুর দালাল। তিনি গরুর কেনা বেচা করে থাকেন। সে এবং তার চক্রের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে থাকে। চুরি করে আনা গরু নোয়াব মিয়ার বাড়ীতে রাখা হয়। পরে নির্জন এলাকায় সুযোগ বুঝে জবাই করে ইকবাল মিয়ার গোস্তের দোকানে এবং বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টে বিক্রয় করা হয়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, আটককৃত অটোরিক্সা চালক মোঃ মানসুর আলম চুরি করা গরুর জবাইকৃত মাংস বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টে বহন করে নিয়ে যায় এবং বিভিন্ন সময় তার অটোরিক্সা করে চুরি করতে বিভিন্ন এলাকায় যায়।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম