
| বুধবার, ১৮ জুলাই ২০১৮ | 738 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম: স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে আখাউড়ায় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ বুধবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান।
এই উপলক্ষে মৎস্য সপ্তাহ উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস ছালাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, সাংবাদিক মো. রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন লিটন, নাসির উদ্দিন, কাজী মফিকুল ইসলাম, জুটন বণিক, রাকিবুল ইসলাম, ,জালাল হোসেন মামুন ও মোজাম্মেল হক প্রমুখ।
Posted ৩:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক