
| বৃহস্পতিবার, ০৭ মে ২০২০ | 583 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম
বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষের জন্য পাঠানো খাদ্যসামগ্রী বিতরণ করছে বিজিবি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিজিবি ২৫ ব্যাটালিয়নের উদ্যোগে এসব ত্রান বিতরণ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে চেক পোষ্ট বিওপির সামনের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৮০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ছয় কেজি চাল, আটা দুই কেজি, ডাল এক কেজি, ছোলা এক কেজি, তেল আধা কেজি, সুজি এক প্যাকেট, লবন ৫০০ গ্রাম।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মিজানুর রহমান,আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া,আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, টেলিভিশন জার্নালিস্টঅ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মো:মিজানুর রহমান জানান,বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকার কর্মহীন ১০০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে তারই অংশ হিসেবে গত ৫ মে থেকে আগামী ৯ মে পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম