
| বৃহস্পতিবার, ০৭ মে ২০২০ | 480 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
জান্নাত (৮), শারমিন (৭), খাজেরা (৯), সুমাইয়া (৭), পারভেজ (৬), মেরাজ
(১০) মরিয়ম (৬)- সবাই পথশিশু। গায়ে ছেড়া কাগড়। সারা শরীরেই ময়লা। ডেকে
এনে নতুন পোশাক দেয়ার পর তাদের মুখে হাসি।
হাসলেন রিকশা চালক বৃদ্ধ রহিম মিয়া, শাারিরিক প্রতিবন্ধী মনির।নিজের জন্মদিকে তাদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার সড়ক বাজারের দোকানে ওই অসহায়দের নিয়ে এসে নতুন কাপড় কিনতে দেয়ার সুযোগ হয়।
সাংবাদিক নুরুন্নবী ভূঁইয়া জানান, সিঙ্গাপুর প্রবাসী তাঁর বড় ভাই কাজল ভূঁইয়া ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী স্ত্রীর বড় ভাই মো. মোশারফ হোসেন জন্মদিন উপলক্ষে ৫০ হাজার টাকা পাঠিয়েছেন।
ওই টাকায় তিনি অসহায়দের মাঝে নতুন কাপড় কিনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার জন্মদিনে এ কাজটা শুরু করেছেন। ঈদ পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম