
| শনিবার, ০৯ মে ২০২০ | 478 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষদের জন্য ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে পাঠানো খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বিজিবি’র ২৫ ব্যাটালিয়নের
সদস্যরা।
আজ শনিবার দুপুরে জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের স্থানীয় হেলিফেড মাঠ ও কাজিয়া তলী, এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা দেয়া হয়।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ছয় কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি ছোলা, আধা লিটার তেল, এক প্যাকেট সুজি ও ৫০০ গ্রাম লবন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল
মো. মিজানুর রহমান, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন সহ স্থানীয় জন প্রতিনিধিরা।
প্রসঙ্গত, ৫ মে থেকে ৯ মে পর্যন্ত চলা এই কার্যক্রমে মোট এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
Posted ১:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম