
| শনিবার, ১৬ মে ২০২০ | 552 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
আখাউড়ায় অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউটের উদ্যোগে স্কাউট সদস্যসহ অসহায় দরিদ্র ১৫০টি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে কুমার পাড়া কলোনীস্থ অগ্নিবীণা স্কাউট ডেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস্ আখাউড়া রেলওয়ে জেলা সম্পাদক আহসান কবির লিটন, সিএএলটি। অগ্নিবীণার প্রতিষ্ঠাতা মোস্তাক আহমেদ খাদেম টিটুর আর্থিক সহায়তায় এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ, কিশমিস ও বাদাম।
অগ্নিবীণা স্কাউট গ্রুপের সহসভাপতি কাজী হান্নান খাদেমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অগ্নিবীণা স্কাউটের সহ সভাপতি সাজেদ খান খাদেম-উডব্যাজার, গোধূলী রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তোফাজ্জল আলী উজ্জল- উডব্যাজার, সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ রাকিব হাসান, অগ্নিবীণা স্কাউটের কোষাধ্যক্ষ মোঃ জাবেদ হোসেন, স্কাউটার অজয় চন্দ্র দাস, মোঃ আল আমিন, আবীর দাস প্রমুখ।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম