
| বুধবার, ২০ জুন ২০১৮ | 1244 বার পঠিত | প্রিন্ট
নওগাঁর বদলগাছী উপজেলার মালঞ্চা গ্রামের একটি ছাগল আটটি বাচ্চা জন্ম দিয়েছে। গত কাল মঙ্গলবার (১৯ জুন) সকালে বাচ্চাগুলোর জন্ম হয়।
ছাগলের মালিক ওই গ্রামের মৃত কাদেম আলীর ছেলে আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ছাগলটি পর্যায়ক্রমে আটটি বাচ্চা জন্ম দেয়। এরমধ্য দুটি বাচ্চা জন্ম নেওয়ার দুই ঘণ্টা পর মারা যায়। বাকি ছয়টি বাচ্চা এখন জীবিত ও সুস্থ রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিয়াউল হক বলেন, এ রকম ঘটনা খুব কম ঘটে। সাধারণত একটি ছাগল চার থেকে পাঁচটি বাচ্চা প্রসব করে থাকে। তবে একটি ছাগল আটটি বাচ্চা জন্ম দেওয়ার বিষয়টি বিরল।
Posted ১:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২০ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক