
| বুধবার, ২০ জুন ২০১৮ | 2175 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম: অবশেষে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার এর উদ্যোগে খরমপুর সিংগারবিল রাস্তার মরণফাঁদ মেরামত হয়েছে।
খরমপুর-সিংগারবিল রাস্তাটি এলজিইডির। দীর্ঘদিন সংস্কারের অভাবে ও পানি নিস্কাষনের নালা ভরাট করায় এই জনগুরুত্বপূর্ণ রাস্তায় তৈরি হয় বিরাট এক গর্তের এই মরণফাঁদে বহু সিএনজি, রিক্সা ও যানবাহন উল্টে পড়েছে তার কোন হিসাব নেই। আহত হয়েছে অনেকেই।
মাননীয় আইনমন্ত্রীর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান রাস্তা মেরামতের উদ্যোগ নেন। উনার আহব্বানে সাঁড়া দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী মো:সগির মিয়া ও মো:ইকবাল মিয়া নিজস্ব অর্থায়নে শুরু করে সংস্কার কাজ।
আগামী কালকের মধ্যেই শেষ হবে সংস্কারের কাজ। দীর্ঘ দিনের দাবি রাস্তাটি সংস্কারের ফলে এর সুফল পাবে দুই উপজেলার জনগন।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২০ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক