
| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | 668 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ সোমবার(৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পূর্বাঞ্চল এলাকার গরু চোর দলের মূল হোতা সাজ্জাত হোসেন শাহিন (৩০), পিতা- মোঃ শাহ আলম মিয়া স্থায়ী : গ্রাম- ধনাশি কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শাহিন কে জিজ্ঞাসাবাদে পূথক অভিযান পরিচালনা করে গরু চোর দলের সক্রিয় সদস্য রুবেল মিয়া (২২), পিতা- ছিদ্দিুকর রহমান স্থায়ী : গ্রাম- গঙ্গানগর, মোঃ আলম মিয়া (৩০), পিতা- মন মিয়া স্থায়ী : গ্রাম- নাটঘর, মোঃ বাছির মিয়া (৪০), পিতা- আবুল কাশেম স্থায়ী : গ্রাম- নাটঘর, হারুন মিয়া (৩৪), পিতা- মৃত আমিন উদ্দিন স্থায়ী : গ্রাম- নাটঘর (খড়িয়ালা, সৈয়দপুর) , উপজেলা/থানা- নবী নগর, ব্রাহ্মণবাড়িয়াদের হেফাজত হইতে ১ টি গরু সহ গ্রেফতার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মামলা দায়েরপুর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম