
| বুধবার, ০৮ জুলাই ২০২০ | 894 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক সহ মোঃ জোবায়ের হোসেন-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব -১৪ ভৈরব ক্যাম্প। মঙ্গলবার(৭ জুলাই) দিনগত রাতে উপজেলার সেজামুড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জোবায়ের হোসেন উপজেলার সেজামুড়া গ্রামের ঝাড়– মিয়ার ছেলে।
বুধবার(৮ জুলাই) দুপুরে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মাদক ব্যবসায়ী জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে।
পরে তার ঘরে তল্লাশী চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮৬ হাজার টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম