
| শনিবার, ১১ জুলাই ২০২০ | 387 বার পঠিত | প্রিন্ট
মোশারফ হোসেন কবির:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর ইসলামী ছাত্র সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নভেল করোনা ভাইরাস পেক্ষাপট বিবেচনায় গরীব ও হত দরিদ্র প্রায় শতাদিক পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাউল, ১কেজি ডাল, ২কেজি আটা, ২কেজি আলু, ২কেজি পেয়াজ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত বক্তারা বলেন, গোপীনাথপুর ইসলামী ছাত্র সমাজ কল্যাণ পরিষদ ২০০৬ইং সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মাহফিলসহ সমাজের নানা রকম উন্নয়ন মূলক কাজ সম্পাদন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা চলমান থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আকরাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম.এ মান্নান জাহাঙ্গীর, গোপীনাথপুর ইসলামী ছাত্র সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাবসায়ী মাইনুল ইসলাম মিনাল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরফিন মানিক, সাবেক সভাপতি মোঃ সুজন মাহমুদ, এছাড়াও নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ এবং সংগঠনের সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্যগন এবং এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Posted ৩:১২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম