
| মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ | 800 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু
মহামারী করোনা ভাইরাসের পেক্ষাপট বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুস্থ ও ভ্রাম্যমান মানুষের মাঝে ৫ শতাধিক মাক্স ও সাবান বিতরণ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আখাউড়া সড়ক বাজার বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে মাক্স ও সাবান বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো:জাকির হোসেন।পরে পৌরশহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভ্রাম্যমান মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছে উপজেলা যুবদলের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো:জাকির হোসেন,সদস্য সচীব মো:মহসিন মিয়া,যুগ্ন আহ্বায়ক আবু বকর,সারোয়ার হোসেন,কামরুল ইসলাম প্রমূখ।
আখাউড়া উপজেল যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলার ৫ শতাধিক দুস্থ ভ্রাম্যমান মানুষের মাঝে মাক্স ও সাবান বিতরণ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম