
| বুধবার, ২২ জুলাই ২০২০ | 790 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দরুইন আর.এস ডেইরী ফার্মে আসন্ন কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে বড় ও মাঝরী সাইজের বেশ কিছু গরু। এই ডেইরী ফার্মে গত দিন বছর যাবৎ সম্পূর্ণ দেশীয় পদ্ধতীতে গরু মোটা তাজা করে বিক্রি করা হয়ে থাকে। আর.এস ডেইরী ফার্মের পরিচালক মোঃ সহিদুল আলম সেকান্দর জানিয়েছেন, বর্তমানে তার খামারে রয়েছে হৃষ্টপুষ্ট প্রায় ২০টি গরু এর মধ্যে এবারের কোরবানীর জন্য বিক্রি করবেন ষাড় ও বলদসহ মোট ১১টি গরু। যার মধ্যে রয়েছে দেশী ষাড় ও বলদ, শাহীওয়াল, উন্নত জাতের ব্রাহমা, দেশীয় ক্রসসহ পছন্দসই বড় ও মাঝারী সাইজের গরু। এইসকল গরুগুলোকে তার নিজস্ব জমিতে চাষকৃত কাচাঘাস, খড়, ভূষি ইত্যাদি খাবারের মাধ্যমে সম্পূর্ণ দেশীয়ভাবে লালিত পালিত করা হচ্ছে। প্রতি বছর তার ফার্ম থেকেই বেশকিছু গরু বিক্রি হয়ে থাকে, শেষ পর্যন্ত এবারও যদি ফার্মে সবগুলো বিক্রি না হয়ে থাকে তাহলে বাজারে নিয়ে বিক্রির আশা করছেন ফার্মের মালিক সহিদুল আলম সেকান্দর। প্রায় প্রতিদিন অনেকেই আসছেন তার ফার্মে গরু দেখার জন্য। এই ডেইরী ফার্মটি গঙ্গাসাগর রেলব্রীজের সামান্ন পশ্চিমে দরুইন গ্রামে তার নিজস্ব জায়গায় অবস্থিত।প্রয়োজনেঃ-যোগাযোগ করতে পারেন এই নাম্বারে- 01711713115।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম