
| বুধবার, ২৯ জুলাই ২০২০ | 859 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন নবাগত ইউএনও নূর-এ-আলম। তিনি আজ বুধবার(২৯জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও তাহমিনা আক্তার রেইনা, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম এর দায়িত্ব অর্পণ ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া,সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান রনি, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন। মোহাম্মদ নুর-এ-আলম, তাহমিনা আক্তার রেইনার স্থলাভিষিক্ত হলেন তিনি এর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত ছিলেন।বিদায়ী নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার রাজশাহীতে যোগদানের কথা রয়েছে।
নবাগত আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করেন।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম