আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৫ বোতল হুইস্কি, ১৪ বোতল ইস্কফ, ০৫ বোতল বিয়ার ক্যান, ০৮ কেজি গাঁজা এবং ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা’সহ ০৪ জন মাদক চোরাকারবারী আটক করা হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন বুধবার (৩০ সেপ্টেম্বর ) প্রেস বিজ্ঞপ্তি নং-৭১/২০ এর মাধ্যমে জানান, জেলার আখাউড়া উপজেলাধীন ফকিরমোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আনন্দপুর নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয় এবং বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কামালমোড়া নামক স্থান হতে ০৪ কেজি গাঁজা ও ১৫ বোতল হুইস্কি জব্দ করা হয়। এছাড়াও মুকুন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তোফায়েল নগর নামক স্থান হতে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা, বাংলাদেশী নগদ ৯,৭১৫ টাকা ও ০১টি মোবাইল’সহ ০১ জন মাদক চোরাকারবারী আটক করা হয়, আটককৃত চোরাকারবারীরা হলেন নবীনগর উপজেলার বিদ্যাকুট গংগানগর গ্রামের হোসেন মিয়ার পুত্র উবায়দুল হোসেন সোহাগ (২০), এদিকে আখাউড়া ফায়ার সর্ভিস এলাকা হতে ০৪ কেজি ভারতীয় গাঁজা ও ০১টি অটোরিক্সা সহ ০৩ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, নরসিংদী জেলা সদরের উত্তর বাঘ এলাকার শিরামপুর গ্রামের মানিক মিয়ার পুত্র তারেক হোসেন বিজয় (১৮), বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মোঃ তাজুল ইসলাম সরকার (২৭) এবং একই এলাকার আঃ রশিদের ছেলে মোঃ তানভীর আহম্মেদ (২৩),অন্যদিকে আখাউড়া উপজেলাধীন গংগাসাগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়নগর নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় ইস্কফ ও ০৫ বোতল বিয়ার ক্যান জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩,৬৪,০৬৫/- টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।