
| সোমবার, ১২ অক্টোবর ২০২০ | 385 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শারদীয় দূর্গোৎসব -২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ,আখাউড়া থানার ওসি (তদন্ত) মাসুদুল আলম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরাফাত হোসেন,উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক,দিপক ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু,সভায় পৌরসভা সহ ৫ ইউনিয়ন পরিষদের ইউনিয়নের পূজা মন্ডপ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দরা।
সভায় বিশ্বব্যাপি মহামারী করোনা পরিস্থিতির কারণে আলোচনা সভায় শারদীয় দুর্গোৎসবকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ বছর আখাউড়া পৌরসভা সহ ৫ ইউনিয়নে ১৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম