
| মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | 332 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন– নিশ্চিত করবে টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় উপজেলা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় সভায় প্রকল্প বাস্তবায়ন দপ্তেরের পক্ষ থেকে ভূমিকম্পের সময় করণীয়,বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয়,অগ্নিকান্ড প্রতিরোধ ও অগ্নিকান্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি রোধে করণীয় সম্পর্কিত লিফলেট উপস্থিত সকলের মাঝে বিতরন পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের আয়োজনে তড়িৎ আগুন নেভানোর প্রদর্শনী করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া,মহিলা ভাইস-চেযরম্যান নাছরিন সফিক আলেয়া,ফাইয়ার সার্ভিস কর্মকর্তা চাঁন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা জুতি কণা দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছলেহ উদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ প্রমূখ।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম