
| শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | 347 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে আখাউড়া পৌর মুক্ত মঞ্চের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোহাম্মদ কবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার ৫,৬,৭ নং ওয়ার্ডের কাউন্সিলর, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রাসুল আহমেদ নিজামী বলেন সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে পুলিশ।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম