
| মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | 621 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি:
রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরী করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ঘাটিয়ারা শহীদ সিদ্দিক মুক্ত স্কাউট গ্রুপ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রুপের উদ্যোগ বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। গ্রুপ প্রতিষ্ঠাতা নাজমুল হাসান ভূইয়া মিঠুর সার্বিক সহযোগিতায় ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকা থেকে ৬ টা পর্যন্ত ঘাটিয়ারা হাইস্কুল মাঠে এ ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
আজকের এ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের দশ সদস্যের দক্ষ রক্তের গ্রুপ নির্ণয় কারি টিম।
এ সময় রক্তের গ্রুপ নির্ণয় কারিরা জানান, আজকে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে এইরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৪:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম