
| রবিবার, ০১ নভেম্বর ২০২০ | 340 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
“মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এই প্রতিপাদ্য কে সামনে রেখে” ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। আজ রবিবার (১নভেম্বর) আখাউড়া উপজেলা মিলনায়তনে সকাল ১১ ঘটিকায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাংবাদিক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া,যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছলেহ উদ্দিন বলেন যুবকদর স্বনির্ভর করতে, এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে গতিশীল করতে দিবসটি পালিত হয়ে আসছে। ধারাবাহিকতায় আখাউড়ায় প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মধ্যে ৩ লক্ষ ৯৬ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়েছে পাশাপাশি পরিবেশবান্ধব গাছ প্রদান করা হএবং প্রশিক্ষিত যুবক-যুবতীদের উদ্যোক্তা বা সফলতার গল্প তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামসেদ শাহ, আখাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কামাল বাশার, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ প্রমূখ।
Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম