
| শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | 337 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর পক্ষ হতে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল কে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করেন।
আজ ১৪ নভেম্বর শনিবার দুপুর ১২ টার সময় জেলার আখাউড়া স্থলবন্দরে সীমান্ত মার্কেটে অবস্থিত আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন অস্থায়ী কার্যালয়ে এক সভায় মেয়র কাজল কে মেয়র পদে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়।
আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মনির হোসেন বাবুল।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদানী-রপ্তানী কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক সাদেকুল ইসলাম, সি এন্ড এফ এজেন্টের সহ-সভাপতি হাসিবুল হাসান যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মোস্তফা মোল্লা, সদস্য আক্তার হোসেন, মৎস্য রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি ইদন মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য খোকন খান ও হাবিবুর রহমান প্রমুখ।
সভায় স্থলবন্দরের ব্যবসায়ীক নেতারা আসন্ন পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল কে পুনরায় মেয়র হিসেবে দেখতে চাই বলে একাকত্ব মত প্রসন করেন।
Posted ১:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম