
| সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | 302 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে থেকে আন্তঃনগর গোধূলি ট্রেনে ঢিল (পাথর) ছোড়ার অপরাধে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত দুই যুবক হল আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সুমন মিয়ার ছেলে আলাউদ্দিন(২৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১)
সোমবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর গোধূলি ট্রেনটি সন্ধ্যা ৭ ঘটিকায় আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে উত্তর আউটার সিগন্যাল এলাকায় আসলে ট্রেনটি লক্ষ করে ঢিল (পাথর) নিক্ষেপ করে। এসময় রেলওয়ে স্টেশন এলাকায় দায়িত্বরত পুলিশ দেখতে পেয়ে ওই দুজনকে হাতেনাতে আটক করে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম বলেন, চলন্ত ট্রেনে ঢিল ছোড়া মারাত্মক অপরাধ। আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে ঢিল ছোড়ার সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।ঢিল ছোড়ার কারণে যেমন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে তেমনি বিপন্ন হচ্ছে মানুষের জীবন। আটক দুই যুবককে রেলওয়ে আইন অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম