
| মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ | 490 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার আখাউড়া প্রতিনিধি, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ উদীয়মান সাংবাদিক মোহাম্মদ জুয়েল মিয়ার ২৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবাররাত ৯ ঘটিকায় আখাউড়া সড়ক বাজারস্থ বাংলাদেশ মানবাধিকার কমিশন আখাউড়া উপজেলা শাখার অস্থায়ী অফিসে কেক কাটার মধ্যে দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতার সূচনা করা হয়।
আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, আখাউড়া পৌরসভা ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মন্তাজ মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আলআমিন, যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পারভেজ, দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন পলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত হাসান অপু, ছাত্রলীগ নেতা সুরেশ, আজহারুল, জনি, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন একজন সৎ সংবাদকর্মীর প্রতি সকল মানুষের আস্থা বিশ্বাস অটুট থাকে বন্দুকের নল কিংবা কামানের গোলার চেয়েও শক্তিশালী হচ্ছে কলম।সাংবাদিক জুয়েল সহ আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা তাদের মহান পেশার পবিত্র কলম চালিয়ে যাবেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এ আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত সকলে।
Posted ৬:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম