
| শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | 515 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
কুষ্টিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপজেলার সকল সরকারী কর্মকর্তা, কর্মচারী,মুক্তিযোদ্ধা,শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল আলম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রসুল আহমেদ নিজামী,আখাউড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জমসেদ শাহ্, উপজেলা শিক্ষা অফিসার শওকত আকবর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,স্বাধীনতার সময় কিছু কুচক্রী মহল যেমনভাবে এদেশের মানচিত্রকে খামচে ধরেছিল, ঠিক সেভাবে এখনও একদল অপশক্তি তা করার চেষ্টা করছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে যারা স্বীকার করে না, তাদের এদেশে থাকার কোন অধিকার নেই। যারা এদেশে ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে কোন সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না।
Posted ১২:২৪ অপরাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম