
| বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ | 720 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে।আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেহাইর গ্রামের নাগরবাড়ি পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত তাছিন উদ্দিন (১) ওই এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে।
তাছিনের পিতা দুলাল মিয়া জানান, সকালের দিকে আমি স্থানীয় বেহাইর বাজারে চলে যাই। দুপুরের দিকে তাছিনের মা রান্না করছিল, তখন তাছিন বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা শিশু তাছিনের দেহ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মোসা চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
Posted ২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম