
| শনিবার, ০৯ জানুয়ারি ২০২১ | 1049 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে নিজ এলাকায় বাবার পহ্মে গণসংযোগ করছেন চিত্র নায়ক রোশান।
আজ শনিবার (৯জানুয়ারি) সকালে তার বাবা সাবেক মেয়র নূরুল হক ভূইয়ার সমর্থনে পৌরসভার কলেজপাড়া, নারায়ন পুর,সড়ক বাজার ও দুর্গাপুরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ করেন নায়ক রোশান।
গণসংযোগ শেষে পথসভা ও জনসভায় অংশ নেন তিনি।এ সময় রোশান বলেন, আমার বাবা তিনবার চেয়ারম্যান ও ৯ বছর মেয়র ছিলেন তিনি আমাদের জন্য কোন কিছু করেন নি শুধু আমাদের শিক্ষিত করেছেন।উনার চিন্তা ছিল শুধু জনগনের সেবা করা।তিনি বাবার জন্য সকলের নিকট ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ কালে চিত্র নায়ক রোশানের সাথে এলাকার যুবকরা অংশ গ্রহণ করে।উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারী ৪র্থ দফায় গুরুত্বপূর্ণ আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপে যে কয়টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়, এর মধ্যে আখাউড়া রয়েছে। আখাউড়া পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন। ইভিএম পদ্ধতিতে এখানে ভোট হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানায়।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম