রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

শেখ হাসিনার দূরদর্শিতায় দ্রুত ভ্যাকসিন পেয়েছি- আইনমন্ত্রী

  |   রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ | 411 বার পঠিত | প্রিন্ট

শেখ হাসিনার দূরদর্শিতায় দ্রুত ভ্যাকসিন পেয়েছি- আইনমন্ত্রী
আখাউড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা দ্রুত ভ্যাকসিন পেয়েছি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার টিকাদান উদ্বোধনকালে ভার্চূ্য়্যালি প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বেলা সোয়া ১২টায় উদ্বোধনের পর তিন পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম, কামাল হোসেন ভ্যাকসিন নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়াকে ভ্যাকসিন দেয়া হয়। টিকা নেয়ার পর মন্ত্রী তাঁদের অনুভুতি জানতে চান।
হাসপাতাল সূত্র জানায়, উপজেলাতে রবিবার বেলা ১১টা নাগাদ ১৪৩ জন টিকার জন্য নিবন্ধন করেন। উপজেরাতে ২৮০ ভায়াল টিকা এসেছে। ২৮০০০ জন এ টিকা নিতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন, পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ। উপস্থিত সুধীজন সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।এ সময় মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশে বিভেদের চেষ্টা চলছে।  এ নিয়ে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’
Facebook Comments Box

Posted ৮:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com