মো:সাইফুল ইসলাম
শপথ নিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পৌর মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর।

বুধবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজের সন্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এই শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণে অংশ নেন নব নির্বাচিত পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,কাউন্সিলর ১নং ওর্য়াডে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বপন, ২নং ওয়ার্ডে তাকদির খাদেম, ৩নং ওয়ার্ডে এনাম খাদেম, ৪নং ওয়ার্ডে ইমরান হোসেন, ৫নং ওয়ার্ডে শিপন হায়দার, ৬নং ওয়ার্ডে সুজন মিয়া, ৭নং ওয়ার্ডে শেখ ঈশান, ৮নং ওয়ার্ডে বাবুল সরদার, ৯নং ওয়ার্ডে মো:বাহার মিয়া।সংরক্ষিত মহিলা নারগিস পারভীন (১,২,৩),মিলি আক্তার, (৪,৫,৬), রেখা খানম, (৭,৮,৯)
উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে আখাউড়া পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী তাকজিল খলিফা কাজল ১৫,১৪৯ ভোট পেয়ে তৃতীয় বারের মত মেয়র পদে বিজয়ী হয়েছেন।