
| শনিবার, ২২ মে ২০২১ | 453 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিহ্নিত মাদক কারবারী ৫ বছরের আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী হলো উপজেলার রাজাপুর গ্রামের শাহজাহান প্রকাশ জামাই শাহজাহান এর ছেলে বশির উদ্দিন (৪৪)।
জানা গেছে, আখাউড়া থানার এএসআই আলমগির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের শনিবার (২২ মে) দুপুরে নিজ বাড়ি থেকে বরিশরকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ৩টি মাদক আইনের মামলার রেকর্ড পাওয়া গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজআদালতের দুটি মামলায় তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। বশিরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১২:২৭ অপরাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম