
| সোমবার, ১৪ জুন ২০২১ | 495 বার পঠিত | প্রিন্ট
স্টাফ রিপোর্টার:
“মুজিব বর্ষের অঙ্গীকার, স্থলপথে বাণিজ্যের প্রসার” _ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্থলবন্দর কতৃর্পক্ষের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে আখাউড়া স্থলবন্দরে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এসময় সম্মানিত অথিতি হিসাবে বক্তব্য রাখেন,আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ,আখাউড়া প্রেস ক্লাবে সভাপতি ও যমুনা টিভির আখাউড়া প্রতিনিধি মো:মহিউদ্দীন মিশু,আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাটিভির আখাউড়া প্রতিনিধি মো:সাইফুল ইসলাম, স্থলবন্দর শ্রমিকলীগ সভাপতি শাহ নোওয়াজ মিয়া।
অনুষ্ঠানে স্থলবন্দর ওয়্যার হাউজ কর্মকর্তা সামাউল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জালাল হোসেন মামুন,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আবীর,সাংবাদিক হাছান মাহমুদ পারভেজ, স্থলবন্দর গোডাউন ইন্সপেক্টর সহিদ খান, কাস্টমস সহকারী শুল্ক কর্মকর্তা নাজমুল হাসান, স্থলবন্দরের ব্যবসায়ী আক্তার হোসেন, রাজীব উদ্দিন ভূঁইয়া, নাজির হোসেন, রিপন ভূঁইয়া প্রমুখ।
Posted ৭:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম