
| শুক্রবার, ০২ জুলাই ২০২১ | 863 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলমান লকডাউনের ২য় দিনে কঠোর অবস্থানে মাঠে তৎপর ছিল উপজেলা প্রশাসন,পুলিশ ও সেনাবাহিনী।এ সময় লকডাউন অমান্য করায় ৩৯ জনকে জরিমানা এবং ৩জনকে কারাদন্ড দেওয়া হয়।
আজ শুক্রবার (২রা)জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট যৌথ ভাবে অভিযান পরিচালনা করে।এই সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘুরাফেরা,কাগজ পত্রবিহীন গাড়ী চালানো,মাস্ক পরিধান না করায় অনেক কে প্রশাসনের জবাবদিহিতায় পরতে হয়েছে।তাদের কাউকে আবার জরিমানা গুনতে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও সহকারী কমিশনার ভুমি মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্ব আখাউড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় লকডাউন বাস্তবায়নে এই সব অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩৯ জনকে ২৩০০০টাকা জরিমানা ও ৩ জনের কাছ থেকে ৪ বোতল ইস্কোপ জাতীয় মাদক পাওয়ায় প্রত্যেক কে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।কারাদন্ড প্রাপ্তরা হলেন-মো:মাসুদুর রহমান ওয়াসিম(৩৬) মো:আকসার মিয়া(৩০) ও মো:শিপন মিয়া(২২) তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মেড্ডার বাসিন্দা।তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে যৌথভাবে পুলিশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে লকডাউনের বিধিনিষেধ অমান্য করার অপরাধে ৩৯ জনকে জরিমান ও কারাদন্ড দেওয়া হয়।
Posted ৪:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম