
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | 555 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার মালিকাধীন “হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের” ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরের কোর্ট রোড এলাকায় প্রধান অতিথি থেকে বহুতল বিশিষ্ট অত্যাধুনিক এই মাকের্টের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির,সমাজ সেবক ও ঠিকাদার হামিদুল হক হামদুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্ট সূধীজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮৮ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে অত্যাধুনিক শৈলীতে ৬ তলা বিশিষ্ট এই বহুতল মার্কেটটি নির্মিত হবে।
Posted ২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম