
আশরাফুল মামুন | রবিবার, ৩১ অক্টোবর ২০২১ | 265 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে আদালতের ওয়ারেন্টমূলে মাদকের মামলায় সাজা প্রাপ্ত আসামি কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীর নাম মোঃ দূলাল মিয়া। সে অত্র উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর করোয়াতলী এলাকার মৃত মোঃ জিন্নত আলীর ছেলে।
গতকাল (৩০ অক্টোবর) অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
দুলালের বিরুদ্ধে মাদকের মামলায় ১ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের পর থেকে সে পলাতক থাকায় গতকাল এএসআই (নিরস্ত্র) মো: কাউছার হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মো: দুলাল মিয়াকে তার নিজ বসত বাড়ি হইতে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে আখাউড়া থানায় একাধিক মামলা পাওয়া যায়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ২:০৯ অপরাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম