
মো:সাইফুল ইসলাম | বুধবার, ০১ জুন ২০২২ | 386 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চালের বাজার স্থিতিশীল ও অতিরিক্ত মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৪ চাল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার (১জুন) দুপুরে উপজেলার পৌর শহরের সড়ক বাজারে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আখাউড়ায় অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাসুদুল আলম।
আদালত সূত্রে জানা গেছে, থানা পুলিশের সহযোগিতায় দুপুরে সড়ক বাজারে চালের দোকানগুলোতে অভিযানকালে ১৫ টনের উপরে অতিরিক্ত চালের মজুদ ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ব্যবসায়ী মনোরঞ্জন, গোপাল সাহা, এবং কাইয়ুমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ২-৩ ধারায় ব্যবসায়ী ইউসুফ আলী কে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুদুল আলম জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০১ জুন ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম