শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়া প্রেসক্লাবের আয়োজনে পিঠা উৎসব

আখাউড়ার আলো২৪ ডেস্ক:   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | 95 বার পঠিত | প্রিন্ট

আখাউড়া প্রেসক্লাবের আয়োজনে পিঠা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠন ঐতিহ্যবাহী আখাউড়া প্রেসক্লাবের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।রোববার (২১জানুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের সড়ক বাজারস্থ কার্যালয়ে পিঠা উৎসবে রাজনীতিবিদ,প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের নেতৃত্ববৃন্দের মিলন মেলা বসে।

পিঠা উৎসব অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন লিটনের সভাপতিত্বে ও সহ-সভাপতি কাজী হান্নান খাদেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবতীর্, জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল,জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আতাউর রহমান নাজিম, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফারুক বকুল,উপজেলা যুবলীগের যু্গ্ম আহবায়ক মোঃ আব্দুল মমিন বাবুল।

বক্তারা বলেন, বাঙালী ঐতিহ্যের একটি গুরুত্বপুর্ণ অংশ পিঠা। শীতকালে গ্রাম বাংলার ঘরে ঘরে মানুষ নানান রকম সুস্বাধু পিঠা তৈরি করে পরিবার ও প্রতিবেশি নিয়ে আনন্দ করে খায়। এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী উৎসব। আজকাল আমাদের এসব পিঠা অনেকটা হারিয়ে যাচ্ছে। সাংবাদিকরা সেই পিঠা উৎসবের আয়োজন করে আমাদের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে জাগিয়ে তুলেছেন। এজন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান বক্তারা।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বানিহীর (আরএনবি) চীফ ইন্সপেক্টর মোঃ আবু সুফিয়ান,আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সাব—ইন্সপেক্টর স্বপন চন্দ্র দাস,পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়ছাল আহমেদ খান,সমকাল পত্রিকার প্রতিনিধি নাসির উদ্দিন,যমুনা টেলিভিশনের মহিউদ্দিন মিশু,এশিয়ান টিভির মোহাম্মদ আবির,দৈনিক নবচেতনা আখাউড়া প্রতিনিধি অমিত হাসান অপু,প্রতিদিনের বাংলাদেশ রুবেল আহমেদ,মাইটিভির জালাল হোসেন মামুন, আরটিভির সাদ্দাম হোসেন,নাজমুল আহমেদ রনি,হাসান মাহমুদ পারভেজ,ইসমাইল হোসেন সহ আরো অনেকে।

Facebook Comments Box


Posted ২:২২ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com