
ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | 312 বার পঠিত | প্রিন্ট
রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার এই স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে মুড়ি -চিড়া,বিস্কিট,মিঠাই,পানি দুধ,সেলাইন।
শনিবার(২৪- আগস্ট)দিনব্যাপী উপজেলার বন্যাকবলিত রাজ্রেন্দুপুর – উমেদ পুর -খলাপাড়া – ছয়গরিয়া সহ বিভিন্ন গ্রামের শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া ব্লাড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা ও পরিচালক-মো: রবিন, আপন,আমজাদ,অন্তর,শওকত,ইমন,রিদয়,রাহাত, কাজী ইতু,জোনাকী আক্তার সহ আরো অনেকে।
সংগঠনের সদস্যরা জানান,প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর রমজানে ইফতার সামগ্রী, ঈদুল ফিতরে খাদ্য সামগ্রী, শীত মৌসুমে শীত বস্ত্র, অসহায় অসুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তা,পানি বন্দি মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ,রক্তদানসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকি। আমাদের একটাই লক্ষ্য অসহায় মানুষের সেবা করা সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে সবসময়।
Posted ১০:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম