
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | 299 বার পঠিত | প্রিন্ট
অনেকটা অচেতন অবস্থায় উদ্ধার করে মো. কামাল নামে এক ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
কামালের কাছে পাওয়া একটি ফোন নম্বরে যোগাযোগ করে তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বলে জানতে পারেন স্থানীয় লোকজন। তার বাবার নাম আলী আকবর।
উদ্ধার কাজে থাকা মো. পারভেজ খান নামে এক যুবক জানান, ওই ব্যক্তি অস্বাভাবিকভাবে চলাফেরা করছিলো। স্টেশনের বাইরে মাইক্রোস্ট্যান্ডের কাছে তাকে পেয়ে ট্রেনে অজ্ঞান পার্টির কবলে পড়ে বলে ধারণা করা হয়। নাম বলতে না পারলেও বাড়ি আব্দুল্লাহপুর বলছিলো। পরে ওই ব্যক্তির কাছে থাকা একটি কাগজ থেকে নম্বর নিয়ে ফোন করা হলে অপরপ্রান্তে তার আপন বোন রিসিভ করেন। ভিডিও কলে দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপরই হাসপাতালে নিয়ে আসা হয়।
Posted ১১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম