
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | 133 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ সারোয়ারের(১ম)মৃত্যু বার্ষিকী আজ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জোহর পৌর শহরের রাধানগরে মরহুমের নিজ বাড়িতে কোরআন খতম, মিলাদ-দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে। প্রয়াত মোঃ ইউসুফ সারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
২০২৩ সালের ১১ সেপ্টেম্বর কিডনি জনিত রোগে তিনি মৃত্যু বরণ করেন। মরহুমের আত্মার মাগফেরাতের জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃফজলে রাব্বি।
Posted ২:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম