
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | 213 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২১০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মো:আসাদুল ইসলাম (২৬)।শনিবার দুপুরে সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল মিডিয়া অফিসার র্যাব-৯ এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে ২১০০ ইয়াবাসহ আসামিকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত আলামত সহ তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
Posted ৫:১৬ অপরাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম