রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

সাবেক আইন মন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা।

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | 101 বার পঠিত | প্রিন্ট

সাবেক আইন মন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা।

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ চারজনের নামে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে মামলা হয়েছে।

২০১৮ সালে হওয়া আমীর খা হত্যাকান্ডের ঘটনায় এ মামলা দায়ের হয়।২৯ সেপ্টেম্বর মামলায় অভিযোগ করা হয়, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে অসামাজিক কার্যকলাপে সায় না দেওয়ায় হত্যাকান্ড ঘটানো হয়। আদালত এক আদেশে এ সংক্রান্ত কোনো মামলা থানায় আছে কিনা এর নথি তলব করেছেন।


মামলার বাদী হলেন, হত্যাকান্ডের শিকার চানপুর গ্রামের আমীর খার স্ত্রী লাকী বেগম। সাবেক আইনমন্ত্রী ও সাবেক মেয়র বাদেও মামলার আসামীরা হলেন, আখাউড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার ও এস. আই আব্দুল হালিম।

মামলায় অভিযোগ করা হয়, তাকজিল খলিফা চানপুর এলাকার তার মালিকাধীন একটি বাড়িতে প্রায়ই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন। এ ঘটনায় বাধা দেন আমীর খা। এতে তাকজিল খলিফা ক্ষিপ্ত হন। ২০১৮ সালের ২১ মে আনিসুল হক ও তাকজিল খলিফার নির্দেশে দুই পুলিশ কর্মকর্তা এসে আমীর খানকে নিয়ে যান।


২৫ মে উপজেলার বনগজ এলাকায় আমীর খার লাশ পাওয়া যায়। দুই পুলিশ কর্মকর্তা গুলি করে এ হত্যাকান্ড ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় আখাউড়া থানা পুলিশ মামলা দায়ের করে।

Facebook Comments Box


Posted ৭:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com