
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | 127 বার পঠিত | প্রিন্ট
বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌরসভার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া। এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাঁচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ২ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব মিয়া জানান,পৌরসভাসহ ইউনিয়নের বিভিন্ন বাজার মনিটরিং করা হচ্ছে। দ্রব্যের দাম অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিকে না এলে আগামী দিনগুলোতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ৯:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম