
রওনক ইসলাম | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | 168 বার পঠিত | প্রিন্ট
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর যুবদল এ সেবা কার্যক্রমের আয়োজন করে।শতাধিক রোগী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা নেয়।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার লুৎফুর রহমান,ডা.আবু রায়হানসহ কয়কজন চিকিৎসক সেবা দেন।
পৌর মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মো.জাকির হোসেন। উপজেলার যুবদলের সদস্য সচিব মহসীন ভুইয়ার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির আহবায়ক মো.সেলিম ভূঁইয়া,পৌর যুবদলের আহবায়ক নূর আহমেদ ভূইয়া জাবেদ,সদস্য সচিব হুমায়ুন কবীর ভুইয়া নয়ন।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম