
রওনক ইসলাম | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | 124 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক আইনে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের হামিদুল ইসলাম ফোরকান(৪৮) একই এলাকার এরশাদুল ইসলাম ভূইয়া(৪০) ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মো:তামিম ভূইয়া (৩৫)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা আখাউড়া থানার বিস্ফোরক মামলায় অভিযুক্ত ও পুলিশের তদন্তে প্রমাণিত আসামি।
আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানায়,গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৫:০২ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম