
আহমেদ সামি | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | 200 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার পুত্র। শুক্রবার সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের মা জানায় সন্ধ্যা ৭ টার দিকে আজমপুর নার্সারীর সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী স্বাধীনকে মারধর করে ছুরিকাঘাত করে। স্থানীয়রা স্বাধীন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার লুৎফল আমিন চৌধুরী বলেন আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনী মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে শান্ত করে দেওয়ার চেষ্টা করি।
কিছুক্ষণ পর আরও ৪/৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। এক পর্যায়ে স্বপন চৌধুরী স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে। তাৎক্ষনিক আমি থানায় অবগত করি। এবং লোকজন স্বাধীনকে হাসপাতালে নিয়ে যায়।
স্বপন ওই এলাকার রোকন উদ্দিন চৌধুরীর ছেলে।একাধিক সূত্রে জানা যায়, স্বাধীন একজন মাদক সেবী ও মাদক কারবারি।নিহত স্বাধীনের মা জরিনা বেগম হাসপাতালে বিলাপ করতে করতে বলে স্বপন আমার ছেলেরে মাইরা লাইছে।
জানতে চাইলে ডাঃ ফয়জুন্নেছা আমিন বলেন ৭ টা ২৩ মি মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে এসেছে। পেটে ছুরিকাঘাত রয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। বিস্তারিত ময়না তদন্ত শেষে জানা যাবে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম বলেন,তাদের পূর্ব ঘটিত ঘটনা নিয়ে স্বাধীন ও স্বপনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, হাতাহাতির এক পর্যায় স্বপন স্বাধীনকে ছুরি দিয়ে পেটে আঘাত করে।
এসয় স্থানীয় লোকজন আমাদের জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তারা দুজনেই এলাকার চিহ্নিত চুরি-ছিনতাইকরী ও মাদকসেবী। এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন,ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম