
আহমেদ সামি | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | 189 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যক্রম গতিশীল সু-সংগঠিত করতে উপজেলা যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আমতলী বাজার এলাকায় ৪ নং ওয়ার্ড যুব দলের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন। এ সময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া,দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী ভূইয়া,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফর আলী ভূইয়া,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ দানু মিয়াসহ ইউনিয়ন বিএনপি,যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন জানান, আখাউড়া-কসবার গণমানুষের নেতা আলহাজ্ব মো: কবীর আহমেদ ভূইয়ার নির্দেশনায় যুবদলকে গতিশীল ও সু-সংগঠিত করার লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে।
Posted ১০:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম