
আহমেদ সামি | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ | 385 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার পৌর শহরের খড়মপুর মধ্যপাড়া পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খাড়েরা এলাকার আল আমিন মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৯) এবং তার স্ত্রী আমেনা আক্তার (২২) বর্তমানে তারা খড়মপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খড়মপুর মধ্যপাড়া আঃ মাসুম এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম