
মো,সাইফুল ইসলাম | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | 122 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ২ দিনে রেকর্ড পরিমাণ তিন লক্ষ পাঁচ হাজার নয়শত আটষট্টি কেজি মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি হয়েছে।মাছ রপ্তানিতে এই স্থলবন্দরে নতুন মাত্রা ফিরে পেয়েছে।
আড়াই ডলার কেজিতে যার মূল্যে ৮ লক্ষ ১৪ হাজার ৯২০ ডলার বাংলাদেশী মুদ্রায় ৯ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৪০০ টাকা।আজ সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমান ১ লক্ষ ৭২ হাজার ৪৩৪ কেজি লাঙ্গল রপ্তানি হয়।যা আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিন সর্বোচ্চ মাছ রপ্তানি।
মাছ রপ্তানি কারক প্রতিষ্ঠান বাবুল এন্টারপ্রাইজ, গত দুইদিনে ১৩ টি শিপমেন্টের মাধ্যমে ভারতের ত্রিপুরায় এইমাছ রপ্তানি করে।মাছ রপ্তানিতে ব্যবহৃত সি এন্ড এফ এজেন্ট মিতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেছার উদ্দিন ভূইয়া জানান, চাতলা,সুতার কান্দিসহ দেশের কয়েকটি বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকায় আখাউড়া স্থল বন্দরে মাছ রপ্তানি বৃদ্ধি পেয়েছে।
আখাউড়া স্থলবন্দরের কাস্টম সুপার, ওয়াহিদুজ্জামান খান জানান,গত দুই সপ্তাহ ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বেড়েছে। প্রতি কেজি আড়াই ডলার মূল্যে মাছগুলো রপ্তানি হচ্ছে।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম